 |
সুর্যশিশির |
লতানো উদ্ভিদ খাদ্যের নাইট্রোজেন এর অভাব পুরণ করার জন্য কীটপতঙ্গ ধরে । সাধারনত ছোট কীটপতঙ্গ ধরার জন্য গাছের পাতা পতঙ্গের চারপাশে ব্লাডার এর রূপ নেয়। পতঙ্গ মারা গেলে তার পচে যাওয়া রস থেকে তারা খাদ্য গ্রহণ করে । এজন্য তাদের বিশেষ বিশেষ শারীরিক গঠনের প্রয়োজন হয় । বাংলাদেশে এ ধরনের গাছের মধ্যে ঝাঁঝি, সুর্যশিশির উল্লেখযোগ্য ।
No comments:
Post a Comment