Monday, April 23, 2012

মশা নিবারণে গাছ

সাইট্রনেলা

 মশার যন্ত্রণায় অতিষ্ঠ যারা তাদের জন্য আজ এক আজব গাছের কথা বলবো যা মশা তাড়াতে পারে । গাছটির নাম সাইট্রনেলা (Pelargonium graveolens Citrosa) । এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা আপনি খুব সহজেই বারান্দায় কিংবা বাসার সামনে লাগাতে পারেন । এই গাছটি দারুণ গন্ধ ছড়ায় এবং জন্মাতে কম পানি ও সারের প্রয়োজন হয় । গাছটি খরা প্রতিরোধী ও বটে । আমেরিকার বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন । এ ধরনের মাত্র ৬-৭ টি গাছ  এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে।





No comments:

Post a Comment

Text Widget

Search This Blog