 |
লজ্জাবতী গাছ |
|
লজ্জাবতী গাছ খুব স্পর্শকাতর । লজ্জাবতীর পাতা স্পর্শ করলে এর পাতলা আবরণের কোষ থেকে জল কনা কাণ্ডে চলে যায় । কারন এর ফলে গাছের কাণ্ডে এক ধরনের উদ্দিপনা তৈরী হয় যা পটাশিয়াম আয়ন কে ত্যাগ করে । এই পটাশিয়াম আয়ন পাতার টারগার প্রেসার কমিয়ে দেয় । টারগার প্রেসার এর ফলে পাতা থেকে পানি অপসারিত হয় ।এর ফলে কোষগুলো সংকুচিত হয় এবং দৃঢ়তা হারিয়ে ফেলে । এজন্য পাতাগুলো সঙ্কুচিত হয় ।
please add some references. it will be really helpful.
ReplyDeleteThanks for comments. I'll try to add references within my next post.
ReplyDelete